Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স  সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)-এ আপনাকে স্বাগতম


আমাদের অর্জন:
  • আইসিটি প্রশিক্ষণ: ২০২৩-২০২২ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য “Interactive Online Teaching and Live Class Management" মডিউলে ৮ (আট) টি ব্যাচের সর্বমোট ১৯২ জন শিক্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • জাতীয় শুদ্ধাচার বিষয়ক কর্মশালা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ (চল্লিশ) জন প্রতিষ্ঠান প্রধানের সমন্বয়ে “জাতীয় শুদ্ধাচার কৌশল” বিষয়ক এক দিনের একটি কর্মশালা আয়োজন করা হয়।
  • CSSR প্রকল্পের আওতায় মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোভিড-১৯ স্কুল সেক্টর রেসপন্স (CSSR) প্রকল্পের আওতায় Sustaining Capacity Development and Providing Monitoring Compliance Support in Safe School Re-opening Activities বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাস্টার ট্রেইনার হিসেবে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
  • আইসিটি ল্যাব পরিদর্শন: উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE), সাভার এর সহকারী প্রোগ্রামার কর্তৃক সাভার উপজেলাধীন ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) আইসিটি ল্যাব পরিদর্শন করা হয়।
  • শিক্ষা জরিপ সফটওয়্যার প্রিটেষ্ট: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক পরিচালিত প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন জরিপের নিমিত্ত প্রস্তুতকৃত সফটওয়্যার প্রিটেস্ট করণের জন্য ব্যানবেইস প্রধান কার্যালয় এর কর্মকর্তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সার্বিক সহযোগিতা প্রদান।
  • শিক্ষা প্রতিষ্ঠান জরিপ: সাভার উপজেলাধীন প্রাথমিকোত্তর সকল শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) বার্ষিক অনলাইন জরিপ কাযক্রম সম্পাদনে আইসিটি বিষয়সহ সার্বিক সহযোগিতা প্রদান এবং তদারকিকরণ।
  • ইউনিক আইডি: CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরি ও ইউনিক আইডি প্রদানের নিমিত্ত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান এবং প্রতিষ্ঠান পর্যায়ে ডাটা এন্ট্রি কাজে কারিগরি সহযোগিতা প্রদান।

ফটো গ্যালারী